স্প্রাউটগিগ (Sprout Gig) হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা দেখাতে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। এখানে আপনি ফ্রিল্যান্সিংয়ের বড় বড় মার্কেটপ্লেস যেমন, ফাইবার, আপ ওয়ার্ক এর মত আপনার মেধা ভিত্তিক গিগ প্রকাশিত করতে পারবেন। এছাড়াও আপনি এখানে মাইক্রো জব এর কাজ করতে পারবেন। স্প্রাউটগিগ (Sprout Gig) হল ফ্রিল্যান্সার বা ইউজারদের কাজ করার জন্য একটি সহজ, সাবলীল ও ইউনিক মার্কেটপ্লেস।
স্প্রাউটগিগ (Sprout Gig) - এ কিভাবে কাজ করবেন?
এখানে আপনি বিভিন্ন পদ্ধতিতে কাজ করতে পারবেন। এর মধ্যে কিছু পদ্ধতি নিচে বর্ণনা করা হলো:
১। একাউন্ট তৈরি করা:
স্প্রাউটগিগস (Sprout Gig) এ কাজ করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি সহজেই একটি স্প্রাউটগিগস (Sprout Gig) একাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করতে নিচে দেওয়া সবুজ বাটনটিতে ক্লিক করুন। তারপর আপনাকে সাইটের মেইন পেজে নিয়ে যাওয়া হবে। অতঃপর সাইন আপ বাটনে ক্লিক করুন এবং ইমেইল পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করে ফেলুন।
২। স্প্রাউটগিগস (Sprout Gig) এ আপনি কোন ধরনের কাজ করতে পারবেন?
আপনি সাইটে সাইনআপ করার পর বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন। এদের মধ্যে অন্যতম হলো মাইক্রো জব। আপনি এখানে উচ্চমূল্যের মাইক্রো জব এর কাজ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে গেম খেলে অ্যাপ ইন্সটল করে সার্ভে করে ইনকাম করতে পারবেন। এখানে ফাইবারের মতো আপনি আপনার নিজের মেধা ভিত্তিক বা দক্ষতা অনুযায়ী গিগ প্রকাশিত করতে পারবেন। যা আপনার আয় কে অনেক বাড়িয়ে দিবে। এছাড়াও আপনি এখানে সার্ভে কাজ করে অনেক টাকা আয় করতে পারবেন। এখানে আপনি অফারওয়াল এর কাজও পাবেন। স্প্রাউটগিগস (Sprout Gig) এ যে ধরনের মেধা ভিত্তিক গিগ পাবলিশ করতে পারবেন তার একটি তালিকা গুলো নিচে দেওয়া হলো:
ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল রাইটিং
গ্রাফিক্স ডিজাইন
প্রেজেন্টেশন
ফটো অ্যান্ড ভিডিও এডিটিং
মোবাইল অ্যাপ
ওয়েব ডেভেলপমেন্ট
এসইও, এছাড়াও অনেক।
আপনি স্প্রাউটগিগ (Sprout Gig) এ লগইন করার পর আমি কর্মী অপশনে সিলেক্ট করতে হবে। তখনই আপনি এখানে কাজ করতে পারবেন। এছাড়াও এই সাইটের ড্যাশবোর্ডে বা মাইক্রো জব সেকশনে আপনি অনেক কাজ দেখতে পারবেন। যা আপনার ইনকাম কে অনেকাংশই বাড়াতে সাহায্য করবে।
স্প্রাউটগিগ (Sprout Gig) থেকে কিভাবে ক্যাশ আউট করবেন?
আপনি যখন এই সাইটে কাজ করবেন, তখন আপনার টাকা আপনার একাউন্ট ব্যালেন্সে জমা হবে। যখন আপনার ব্যালেন্স ৫ ডলার বা তার বেশি হবে তখনই আপনি আপনার একাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন। এখান থেকে করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন:
পেপ্যাল
ক্রিপ্ট কারেন্সি (লাইটকয়েন, বিটকয়েন, ইথেরিয়াম)
এআরটিএম(AirTM)
স্ক্রিল(Skrill)
বিশেষ দ্রষ্টব্য: আপনি যখন ক্যাশ আউট করবেন তখন আপনার পেমেন্ট মেথডের উপর ভিত্তি করে একটি প্রসেসিং ফি কাটা হবে। যা আপনি সাইটের ক্যাশ আউট সেকশনে দেখতে পাবেন। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে ১৮ টি কাজ সফলভাবে সম্পন্ন করতে হবে। এছাড়াও আপনার পেমেন্ট আপনার ওয়ালেট এ আসতে কমপক্ষে সাত দিন অপেক্ষা করতে হতে পারে।
স্প্রাউটগিগ (Sprout Gig) সম্পর্কে আমার মতামত
স্প্রা হলো ছোট ছোট ফ্রিল্যান্সারদের জন্য একটি আদর্শ সাইট। আপনারা এখানের কাজগুলো সহজেই করতে পারেন যা বড় বড় মার্কেট প্লেসে করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও এখানে ছোট ছোট অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যাইহোক, Trust Pilot এ ওয়েবসাইটটির রেটিং ২.২। তবে, সর্বশেষ কথা হল স্প্রাউটগিগ (Sprout Gig) সবার জন্য উপকারী নাও হতে পারে, তাই এখানে বুঝেশুনে কাজ করাই ভালো।
Its a good article