প্রতারক ওয়েবসাইট চিনবেন কিভাবে? আসল ও নকল ইনকাম সাইট চেনার উপায়।

সূচনা:

তথ্য প্রযুক্তির এই যুগে আমরা সকলেই কমবেশি অনলাইনে আয় বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। অনলাইনে আয় বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকে সঠিক ভাবে ও সঠিক সময়ে পেমেন্ট হাতে পাওয়া। তবে মাঝে মাঝে আমরা বিভিন্ন সাইট বা এপস এ কাজ করতে গিয়ে প্রতারনার শিকার হই। যার ফলে আমাদের মূল্যবান সময় তো নষ্ট হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হই। 

সুতরাং, আমরা যেন সঠিক সাইট চিনে আর্নিং করতে পারি এবং প্রতারক ওয়েবসাইট চিনতে পারি তার জন্যই এই আর্টিকেলটি লেখা। আপনি এই আর্টিকেল টি পড়ে সিদ্ধান্ত নিতে পারবেন যে  আপনি কোন সাইটের মধ্যে কাজ করবে আর কোন সাইটে কাজ করবে না। এছাড়াও আপনি আর্টিকেল টি পড়ার মাধ্যমে আসল ও নকল ইনকাম সাইট চিন্তিত করতে পারবেন এবং প্রতারক ওয়েবসাইট এর ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

Freelancer Review
freelancer.com এর রিভিউ। ট্রাস্টপাইলট
যদি আপনি প্রফেশনালি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকেও প্রফেশনাল হতে হবে। তো, যে বিষয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সে বিষয় সম্পর্কে আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি আসল ও নকল ইনকাম সাইট চিনবেন। আশা করছি পদ্ধতি সমূহ অনেক হেল্পফুল হবে।

একটি স্ক্যা*ম ওয়েবসাইট এর রেটিং।

অনলাইনে লক্ষ লক্ষ সাইট আছে যেগুলো আমাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। আপনি হয়তো পেমেন্টের আসায় কোন না কোন সাইটের সাথে জড়িত আছেন বা অলরেডি কাজ করে আসছেন। পেমেন্টের আশায় আবার অনেকেই বিভিন্ন প্রকার ইনকাম রিলেটেড সাইটের মধ্যে ইনভেস্ট করে থাকে আরও বেশি পরিমাণে টাকা ইনকাম করার জন্য। যেখানে বলা হয় এরমধ্যে $5 ইনভেস্ট করলে আপনি বেশি টাকা পাবেন বা একশ টাকা ইনভেস্ট করলে আপনি সাথে সাথে পাঁচশ টাকা পেয়ে যাবেন। 

এ সকল লোভনীয় অফার দেখে আমরা প্রলুব্ধ হই। যার কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিত হই। আপনারা যাতে আর প্রতারিত না হন তার জন্যই আমার এই আর্টিকেলটি লেখা। কিভাবে প্রতারনা থেকে বাঁচবেন এবং আসল এবং নকল ইনকাম সাইট চিনবেন তার পদ্ধতি সমূহ নিচে আলোচনা করা হলো।

আসল ও নকল ইনকাম সাইট চেনার উপায়:

আপনি অনলাইনে যে সাইটের সন্ধান পাবেন বা, আপনি যে সাইটে কাজ করতে ইচ্ছুক, সেই সাইটে সাথে সাথে অ্যাকাউন্ট খুলে ফেলবেন না। সর্বপ্রথম আপনি ঐ ওয়েবসাইটের ডোমেন নেম টি (ডটকম পর্যন্ত)কপি করুন (উদাহরণ: 'https://ordinarytechbd.com/')। তারপর আপনি "Trust Pilot Review" লিখে গুগলে সার্চ করুন। অতঃপর আপনি TrustPilot.com নামের ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

ট্রাস্ট পাইলট এ প্রবেশ করার পর আপনি সেখানে একটি সার্চ বক্স দেখতে পাবেন। আপনি যে সাইটে কাজ করতে চান সেই সাইটের নাম কি উক্ত সার্চ বক্সের টাইপ করুন এবং সার্চ করুন। সার্চ করার পর উক্ত সাইটের রিভিউ সমূহ আপনার সামনে শো করবে যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন সাইটটি আসলো নাকি নকল, পেমেন্ট করে কি করে না। যদি ট্রাস্ট পাইলটের রিভিউ ফোর স্টার থেকে ফাইভ স্টার হয় তাহলে সাইটটি দারুন একটি সাইট আপনি এখানে নিরাপদেই কাজ করতে পারবেন। আর যদি এর থেকে কম হয় তাহলে সাইটটির প্রতারণা করা সম্ভব না অনেক বেশি। 

এছাড়াও ট্রাস্ট পাইলটের ও উক্ত সাইট সম্পর্কে একটু নিচে অনেক রিভিউ সহ মন্তব্য রয়েছে যা আপনি পড়তে পারেন। আপনি ওয়েবসাইট চেক করার জন্য গুগল রিভিউ, গুগল প্লে স্টোর রিভিউ ও স্ক্যাম এনালিটিক্স এর মত ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

বিস্তারিত জানতে ভিডিও টি দেখুন:

Read More: Click Here

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url