ফাঁস হচ্ছে আপনার গোপন তথ্য, কীভাবে কাজ করে ভ*য়ং*ক*র পে*গা*সা*স?

দেয়ালের কান না থাকলেও, কান আছে ফোনের। আপনার সব সময়ের সঙ্গী মুঠো ফোনে ওৎ পেতে আছে ভার্চুয়াল গোয়েন্দা, দেখতে পায় ক্যামেরার চোখ দিয়ে শুনতে পায় ফোনের কথাবার্তা।

ফাঁস হচ্ছে আপনার গোপন তথ্য, কীভাবে কাজ করে ভ*য়ং*ক*র পে*গা*সা*স?
সূত্র: ক্যানভা - ডি.আই নাইম ✓
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠানো টেক্সট ভয়েস কল ইমেজ সবকিছুই হাতিয়ে নিতে পারে বিশেষ কোনো গোষ্ঠী। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা স্বৈরাচারী সরকার গোপন নজরদারির কাজে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তাকে বলা হয় স্পাইওয়্যার।বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যার। এর মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে পে*গা*সা*সপে*গা*সা*স এর প্রধান টার্গেট হন মূলত সরকারের বিপক্ষ দলের নেতা কর্মী, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে। ভেহিকেল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর মোবাইল ইন্টারসেপটর, পে*গা*সা*স সফটওয়্যারের মতো যন্ত্র প্রযুক্তি।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পে*গা*সা*সের নাম। আইএসও কিংবা অ্যান্ড্রয়েড ইজ*রায়ে*লের এনএসও গ্রুপের তৈরি এই গুপ্ত*চর সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায় যে কোনও ধরনের স্মার্টফোন। ব্যবহারকারীই জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ।

এক সময় ফিশিং লিঙ্কে ক্লিক করলেই হ্যাক হত ফোন। পে*গা*সা*সের ক্ষেত্রে এসব কিছুই লাগে না। কোনও মেসেজ কিংবা ওয়াটসঅ্যাপ কল থেকে জিরো ক্লিক পদ্ধতিতে ইনস্টল হয়ে যায় এই আড়ি পাতার যন্ত্র। পে*গা*সা*স দুর্ধর্ষ ফিচার হচ্ছে এটি যে কোনও সময় যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে পারে, তেমনই চুপিসারে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব। দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সফটওয়্যারটি একবার ইনস্টল হলে ভয়েস কল মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড, কনট্যাক্ট লিস্ট, ক্যালেন্ডার, ইন্টারনেটে ব্রাউজিং হিস্ট্রি, ফোনের মাইক্রোফোন দখল নিতে পারে। ইচ্ছেমতো চালু করতে পারে ফোনের ক্যামেরা, জিপিএস ডেটা, ইমেল লাইফ মনিটরিং তখন গুপ্তচরের হাতের মুঠোয়। অনেক ক্ষেত্রেই স্পাইওয়্যারটি নিয়ে নেয় স্মার্টফোনের রুট প্রিভিলেজ জেইলব্রেকের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ।ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে যায় জুড়ে বসা গোপন এই সফটওয়্যার।

পে*গা*সা*সের আক্রমণ থেকে বাঁচার কার্যকর কোনও উপায় এখনও আবিষ্কার হয়নি। যত নিরাপদ ভঙ্গি হোক স্পাইওয়্যারটির কাছে হার মানতে বাধ্য। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের অজানা দুর্বলতাও বের করে ফেলতে পারে পে*গা*সা*স। প্রযুক্তিবিদরা বলছেন, গুপ্তচর সফটওয়্যারের এই ধরনের আক্রমণ রুখতে সত্যিকার অর্থে সাধারণ ব্যবহারকারীদের কিছুই করার নেই। সে কারণে বলা যায় আপনার হাতে থাকা ফোনটি হয়তো আপনার অজান্তেই পাঠিয়ে দিচ্ছে সব তথ্য।

ভারত, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রোয়ান্ডা সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার বিরোধীদের উপর নজর রাখতে ব্যবহার করে আসছে। এই সফটওয়্যার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মূলত পে*গা*সা*সের ক্রেতা।বর্তমান তথ্য যুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাধর হয়ে উঠছে পে*গা*সা*সের মতো স্পাইওয়্যার।

ডি.আই নাইম - অর্ডিনারি টেক

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url