টাইম বাক্স রিভিউ! টাইম বাক্স সম্পর্কে আমাদের যা জানা দরকার। (সত্যি/মিথ্যা)
ডি.আই নাইম
১৬ আগ, ২০২৪
টাইম বাক্স কি?
টাইম বাক্স হল একটি অনলাইন সার্ভে ও অফার ওয়াল সাইট। আপনি এখানে সার্ভে ও বিভিন্ন গেম খেলে, এপস ইনস্টল করে টাকা আয় করতে পারবেন। এটি একটি জনপ্রিয় জি. পি. টি. সাইট।
টাইম বাক্স এ কিভাবে কাজ করবেন?
সবার প্রথমে আপনাকে ইমেইল বা ফেসবুক আইডির মাধ্যমে টাইম বাক্স এ একাউন্ট ক্রিয়েট করতে হবে। টাইম বাক্সে একাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি সার্ভে করে গেম খেলে ভিডিও দেখে পিটিসি কমপ্লিট করে এছাড়া আর অন্যান্য কাজ করে আয় করতে পারবেন। যখন আপনার ব্যালেন্সে পাঁচ ডলার বা তার বেশি হবে তখনই সেই টাকা আপনি বিভিন্ন পদ্ধতিতে উত্তোলন করতে পারবেন।
টাইম বাক্সে আয়ের পদ্ধতি সমূহ:
১। অনলাইন সার্ভে:
সার্ভে হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন পণ্য বা সেবার মান সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়। এবং এই মতামত প্রদানের জন্য সকল ইউজারদের কিছু নির্দিষ্ট পরিমাণে উপহার প্রদান করে। সার্ভেগুলো সাধারণত এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত হতে পারে। এটি নির্ভর করে কোন বিষয়ের উপর সার্ভে নেওয়া হচ্ছে। এর জন্য তারা বিভিন্ন অ্যামাউন্ট পেয়ে করে থাকে। সাধারণত একটি সার্ভের জন্য তারা ০ .১$ ডলার থেকে শুরু করে ৭$ ডলার পর্যন্ত দিয়ে থাকে। আপনি টাইম বাক্সে সার্ভে করে প্রতিদিন তিন ডলার এর বেশি আর্ন করতে পারবেন।
২। মাইক্রো জব:
মাইক্রো জব হলো এমন ছোট ছোট কাজ যা করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। সাধারণত ছোট ছোট ধরনের কাজকে আমরা মাইক্রো জব বলে থাকি। যেমন, youtube facebook instagram এ লাইক ফলো কমেন্ট করা বিভিন্ন ওয়েবসাইটে সাইনআপ করা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা এ সকল ছোট ছোট সকল কাজে মাইক্রো জব এর অন্তর্ভুক্ত। আপনি এসব কাজ করে টাইম বক্স থেকে আয় করতে পারবেন। তবে এই কাজের পেমেন্ট বা রেট খুবই কম। এক একটি কাজের জন্য ঘরে দুই সেন্ট দেওয়া হয়।
৩। কনটেন্ট অপশন:
টাইম বাক্স কে আপনি বিভিন্ন উপায় আর্নিং করতে পারবেন। তার মধ্যে কনটেন্ট অপশনটি অন্যতম। কনটেন্ট অপশন এর মধ্যে আরও তিনটি অপশন রয়েছে। যেমন: ক্লিক এনগেজ হিট ও পুশ ক্লিক। আপনি ক্লিক অপশন থেকে বিভিন্ন এড ক্লিক করে আর্ন করতে পারবেন। এনগেজ হিট এর মাধ্যমে ভিডিও দেখে আর্ন করতে পারবেন ও পুশ ক্লিকের মাধ্যমে ২ ঘন্টা পর পর একটা নির্দিষ্ট এমাউন্ট পেতে পারেন। এ কনটেন্ট অপশনটি আপনার আর্নিং বৃদ্ধি করতে সাহায্য করবে।
৪। অফারওয়াল এবং গেমস:
টাইম বক্সে বিভিন্ন অ্যাপ ইনস্টল এবং গেমস খেলার জন্য বিভিন্ন ধরনের অফার ওয়াল রয়েছে। আপনি এই অফারওয়াল থেকে অ্যাপ ইন্সটল করে গেমস খেলে ও ওয়েবসাইট সাইন আপ করে বিনামূল্যে পণ্য পরীক্ষা করে আর্ন করতে পারবেন।
৫। বন্ধুদের আমন্ত্রণ জানানো:
আপনি টাইম বাক্সে আপনার বন্ধুদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে আয় করতে পারবেন। এর জন্য আপনাকে একটি ইউনিক রেফার লিংক দেওয়া হবে। আপনার কোন বন্ধু যদি এই লিংকের মাধ্যমে টাইম বক্সে একাউন্ট খুলে এবং কাজ শুরু করে তাহলে আপনি তার বা আপনার বন্ধুর মোট ইনকামের ১০% কমিশন পাবেন যা আপনার টাইম বক্স একাউন্টে সাথে সাথেই জমা হবে।
ক্যাশ আউট
টাইম বাক্স এর নূন্যতম ক্যাশ আউট সিমা হল ৫$। টাইম বাক্স প্রত্যেক বৃহস্পতিবার পেমেন্ট করে থাকে। টাইম বাক্সে আপনি বিভিন্ন পেমেন্ট মেথডে ক্যাশ আউট করতে পারবেন, তার মধ্যে অন্যতম হলো পেপাল, লাইট কয়েন, পেয়ার, স্ক্রিল ও ভার্চুয়াল ভিসা কার্ড। যখনই আপনার টাইম বাক্স একাউন্ট ব্যালেন্সে পাঁচ ডলার বা তার বেশি হবে তখন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক বৃহস্পতিবার আপনার নির্ধারিত পেমেন্ট অ্যাকাউন্টে ক্যাশ আউট হয়ে যাবে। এর জন্য আপনাকে কোন ঝামেলায় পোহাতে হবে না।
বিশেষ দ্রষ্টব্য:
টাইম বাক্সে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট এই আইডি ভেরিফিকেশন করতে হবে। আপনার একাউন্টে আইডি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরই কেবল আপনার পেমেন্ট তুলতে পারবেন। এছাড়াও আপনার বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে ইনকাম করার ক্ষেত্রে আপনার বন্ধুকে অবশ্যই তাদের একাউন্ট ভেরিফিকেশন করতে হবে, আপনার বন্ধুর একাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তারপরেই তার ইনকামের ১০% কমিশন আপনার একাউন্টে যোগ হবে। এছাড়া যখনই আপনার ফ্রেন্ড এখন ভেরিফিকেশন করবে সাথে সাথে আপনার ব্যালেন্স এ ১$ ডলার যোগ হবে।
টাইম বাক্স সম্পর্কে আমার মতামত!
আমার মতে টাইম বাক্স হলো একটি খুবই সুন্দর জিপি টি সাইট। আপনি এখানে ঝামেলাহীন ভাবেই কাজ করতে পারবেন। এখানে একাউন্ট ব্যান হওয়া বা বন্ধ হওয়ার ঝুঁকি অনেকটাই কম। আপনি এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন।