সার্ভে কাজ কি? অনলাইন সার্ভে কাজ সম্পর্কে আমাদের যা জানা দরকার।
সার্ভে কাজ কি?
সার্ভে হল একটি জনপ্রিয় অনলাইন আয়ের উৎস। সার্ভে এর বাংলা হচ্ছে জরিপ। সাধারণত জনগনের কাছ থেকে কোন পন্য বা সেবা সামগ্রী সম্পর্কে মতামত জানতে অনলাইনে জরিপ করা হয়। আর যারা এই জরিপে অংশ নেয়া তাদেরকে জরিপ প্রদানকারী টাকা দিয়ে থাকে। একেই সাধারণত সার্ভে কাজ বলে।
যেমন, কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট সেবা মার্কেটে ছাড়ার আগে উক্ত কোম্পানি তাদের বাজার যাচাই বাচাই করার জন্য সার্ভে কোম্পানি গুলোকে হায়ার করে যেখানে কোম্পানি গুলো তাদের প্রোডাক্টের বাজার ভ্যালু যাচাই বাচাই করে । মানুষের কাছে তাদের প্রোডাক্টটি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে ,বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মতামত সংগ্রহ করে।
Bitlab Survey Router |
সার্ভে শুধু পন্যের বাজার গবেষনার জন্য ব্যাবহৃত হয়না। এছাড়াও অন্যান্য গবেষনা ও বিভিন্ন বিষয়ের প্রতি মতামত জানতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন, ব্যাংকে একাউন্ট নিয়ে প্রশ্ন করতে পারে যেমন আপনি মাসে কত টাকা খরচ করেন কত টাকা ইনভেস্ট করেন কিংবা আপনি কি কি সার্ভিস গ্রহন করে থাকেন – যেমন ধরুন হতে পারে সেটা নেটফ্লিক্স প্রিমিয়াম মেম্বারশীপ কিংবা অ্যামাজন অথবা অন্য কিছু। হতে পারে সেটা আপনি কি মোবাইল অপারেটর ব্যবহার করেন কিংবা কত টাকা মাসে বিল দেন এই ধরনের।
এছাড়াও, আপনাকে সার্ভে কাজ-এ আরো প্রশ্ন করা হতে পারে যে আপনি বছরে কতবার ভ্রমন করেন। ভ্রমন ,হোটেল, গাড়ি ব্যবহার পর্যন্ত সব ধরনের প্রশ্নই থাকতে পারে। এছাড়াও কোন বিমানবন্দর ব্যবহার করেন কিংবা আর কি কি সার্ভিস গ্রহন করে থাকেন এই সব বিষয় গুলো এর ভিতর অন্তর্ভুক্ত। অথবা জিজ্ঞাসা করবে রাজনীতি, ইনভেস্ট, খেলাধুলা, সেলিব্রেটি, চিকিৎসা, আর্ট, ভিডিও, গেমস কিংবা আপনি দৈনান্দিক জীবনে যা করেন তা নিয়েই মূলত প্রশ্ন করা হয়ে থাকে। আর এই সকল প্রশ্নের উওর দেওয়ার জন্য তারা মোটা অংকের অর্থ প্রদান করে থাকে।
সার্ভে কাজ করার জন্য যা প্রয়োজনঃ
- ইংরেজীতে দক্ষতা।
- মোবাইল কিংবা পিসি।
- রেসিডেন্সিয়াল আইপি কিংবা ভিপিএস (সর্বনিম্ন খরচ ৭০০ টাকা থেকে শুরু করে ৪০০০+ টাকা)
- ইউএসএ নাম্বার ভেরিফিকেশন (ওয়ান টাইম নন ভিওআইপি নাম্বার)
এ কয়টি জিনিস যদি আপনি ব্যবস্থা করতে পারেন তবে আপনি সার্ভে কাজে অংশগ্রহন করতে পারবেন।
সার্ভে করে দিনে কত টাকা আয় করা যায়?
সার্ভে কাজের সুবিধাঃ
সুবিধা না থাকলে কি কেউ কাজ করে নাকি? এখানে সুবিধা হলো আপনি কিছু প্রশ্নের উত্তর প্রদান করার জন্য পাবেন ডলার। সার্ভে কাজ করার জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে এবং সাইট অনুসারে তাদের পলিসি ভিন্ন। মোট কথা আপনি ঘরে বসে সহজেই আয় করতে পারবেন এবং ১০০% ট্রাস্টেড।
আপনি গিফট কার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফার , ভার্চুয়াল ভিসা কার্ড ইত্যাদি সিস্টেমে আপনার পেমেন্ট কালেক্ট করতে পারবেন।এবং আপনি চাইলে আপনার রি-ওয়ার্ড সেল করে কিংবা সরাসরি ডলার কে টাকায় ও কনভার্ট করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
সার্ভে কাজের অসুবিধাঃ
প্রথমত আপনাকে ওয়ান টাইম ভেরিফিকেশন প্রসেস এর মাধ্যমে আইডি ভেরিফাই করতে হবে। অতিরিক্ত ভুল উত্তরের জন্য আপনার একাউন্ট টি ব্যান হতে পারে। আপনাকে রাত ১২ টা থেকে সকাল ৮ পর্যন্ত এই টাইমে কাজ করতে হবে। যদি দিনের বেলায় সার্ভে পূরন করেন তবে আইডির সমস্যা হতে পারে।
আপনাকে সব সময়ই চেক করতে হবে আপনার আইপি এবং ডিএনএস ১০০% ইউএসএ এর লোকেশন হয়েছে কিনা। জাস্ট এসব জিনিস গুলো যদি এড়িয়ে চলা যায় তবে আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারবেন।
good